আমাদের সব আছে, ভাত আছে,
ডাল আছে ,মুরগির ঠ্যাং আছে,
দুধ, দই, মাছ মুড়ো, সব খাই
তেষ্টায় মদ খাই ।
ওই যে ওদের,
ফেলে যাওয়া রুটিগুলো
পড়ে আছে,
দেখে নিয়ো ওদের থেকেই
কোন একজন
মূঢ়, লোভী, কোন একজন,
তুলে নেবে, হাভাতের মত খাবে
আমরা যা পারিনা কখনও
তোমার আমার মত ঐ হাভাতেটা
ভাববে না
এ রুটি হয়ত কেউ সন্তানের জন্য রেখেছিল,
সকালে ঘুমিয়ে উঠে খাবে
মায়েতে মেয়েতে মিলে ।
হাভাতেটা ভাববে না মায়েতে মেয়েতে
মিলে নেই আর এ ভুবনে,
নিরাশ্রয় ছিল, এবারেতে বায়ুভূত হ’ল ।
বিবেক ? সে তোমার আমার !
মহৎ ভাবনা – সবই আমাদের !
আমাদের সব আছে,- মাছ মুড়ো দই ক্ষীর !
কেবল লজ্জা নেই !
Khub sundar👌
Khub sundor Kabita r khub sundor ei picture ta 😍
Excellent writing and photography.
Darun presentation. . Poem ar sathe chobita o khub sundar 💐💐💐
Excellent
Khub sundor
Khub sundar..
Khub sundor 📸