◾ এক
উদভ্রান্ত শহরের বৃষ্টির পথে
চিরচেনা ছাতারা যায়
বৃষ্টি ধরে আসে, ফুটপাত থেকে মানুষের
ড্রয়িংরুম অবধি যে যাত্রা
ফ্ল্যাটে ঢোকার আগে বাইরে দলিত বর্ষাতি
অবহেলায় ডুকরে ওঠে
জল গড়িয়ে সিঁড়ি পর্যন্ত গিয়ে থামে, থামে কি?
এই সময় চোখে পড়ে দরজায় শরীর ভারী হয়ে ওঠা নেমপ্লেট
◾ দুই
শূন্য একটি এসিপ্রবণ ট্যাক্সি
তিনি নামবেন।পরিকল্পনাময় শহরের
জনদরদী ফুটপাতে, দূরে
অধিকৃত শিল্পের দোকানে সাজানো শয়ে শয়ে মাউথপিস
শূন্য থেকে বাখতিন নেমে আসছেন।
◾ তিন
ক্রমশ আলোয় ; যৌন হয়ে ওঠা শহরের
লিবিডো সাধু
নিজের রোগের ভেতর নিজেকেই কামড়ে দিচ্ছেন
একটি অকৃতকার্য জোৎস্নায়
নির্মাণ ভেঙে দ্রুত প্রসব হচ্ছে ঈশ্বরের
ফ্রয়েডের শ্বাস ভারী হয়ে আসে।
excellent writing and photography.
Excellent writing and photography