◾ এক
চন্দ্রভাগা বালক এসেছিল
চোখে ক্রোধ…অমৃত
অন্ন। কুটিরে আগুন…
দীর্ঘকাল অনবসরে
বসে আছ পথ চেয়ে?
আহ জননী ; বুকের ওম; পাথর
সাড়া নেই তাতে…তফাতে…চলে
মন্দাকিনী নারী…
◾ দুই
অদৃশ্য মানব যেমন হা-পিত্যেশে
খুলে রাখে বাঁধন…তেমনি পুরুষ
সে ও; কাঙালকুমার!শেখেনি
বৃংহণ… মত্ত সিংহিনী তার
প্রেয়সী।
চোরাপথ.. সরোবরে ডুব।
অলিন্দ হাস্যে…মনোরম শেকলে
জড়িয়ে নিয়েছ তাঁকে…অধিবাসে,
বস্ত্রে…
◾ তিন
গর্ভাসীন শিশুটি বধির ; জানে না কৌশল!
শুশ্রূষায় এলে কেঁদে ওঠে সে ও
শ্বাপদ ভণিতা তুমি…অযথা
চর্মশেল বাজাও, বীজে…বিরুদ্ধ স্রোতে…
◾ চার
যোজনদূরে বসে আছে যারা…তারা অন্ধকারে…
জিভ কেটে কৌটোয় রাখে…অনাগত দিনে…
দুটি চিল উড়ে যায়…তাদের ডানায় থাকা
সুগন্ধমর্মর ছড়িয়ে পড়ে…মুখমণ্ডলে…পুত্রের অন্ত্যেষ্টিতে…