ভারতীয় উপমহাদেশের সাহিত্যে সাদাত হাসান মান্টো এক জনমোহক নাম। প্রথা ভেঙে সরাসরি সমাজের মুখে আয়না ধরিয়ে দেওয়ার মতো দুঃসাহসে অভ্যস্ত ছিলেন তিনি। দেশভাগের সময়ে ঘটে যাওয়া বর্বরতার চিত্রগুলো তিনি ধরে রাখেন তার “আফসানসে”গুলোতে। কথিত মতে, এই আফসানসেগুলো তিনি সাত থেকে দশ দিনের মধ্যে লিখেছিলেন।
১
সরি (দুঃখিত)
পেট চিরে নাভির নীচে নেমে গেল ছুরি ; পাজামার নাড়াও কেটে গেল। ছুরি চালানো লোকটার মুখ থেকে হঠাৎ বেরিয়ে এল—
‘ইসসসস ইসসস! মিসটেক হয়ে গেল।”
২
দাওয়াত-এ-আমল ( নিমন্ত্রণ পালন)
আগুনের শিখায় পুরো পাড়াটাই জ্বলে গেল। অক্ষত রইল শুধু একটা দোকান। যার মাথায় ঝুলিয়ে রাখা হোর্ডিং-এ লেখা ছিল— “এখানে ঘর তৈরীর সকল ধরণের খুচরো সামগ্রী পাওয়া যায়।
৩
হালাল ঔর ঝটকা (জবাই ও খাল্লাস)
তার গর্দানে ছুরি রাখলাম আমি। ধীরে ধীরে ঘষে তাকে জবাই করে দিলাম।
— এ্যা…এ কী করলে তুমি?
— কেন?
— ওকে জবাই করলে কেন?
— আরে… রে। এভাবে করতে ভীষণ ফুর্তি লাগে।
— ফুর্তিমারানি শালা। ওকে তো খাল্লাস করার কথা ছিল তোর। এভাবে…
এবং জবাই করে আসা লোকটার গর্দান এক কোপে খাল্লাস হয়ে গেল।
৪
আরাম কি জরুরত ( অবসরের প্রয়োজনীয়তা)
–আরে… রে… এখনো মরেনি। দ্যাখো…দ্যাখো… এখনো জান বাকি।
— থাকতে দে ভাই। আমি ক্লান্ত হয়ে পড়েছি।
৫
রিহায়ত (রেহাই)
–আমার… আমার চোখের সামনে ফুটফুটে মেয়েটাকে মেরো না প্লিজ।
–তবে ওর কথাই মেনে নাও। শালিটার কামিজ খুলে হাত সেঁকে নাও…
৬
ইসলাহ ( নিশ্চয়তা)
–কে তুমি?
— হর হর মহাদেব।
— কী প্রমাণ আছে?
— প্রমাণ! আমার নাম ধর্মচাঁদ।
— এটা কোন প্রমাণ হয় না।
— চার বেদ থেকে যেকোনো প্রশ্ন করতে পারো।
— আমরা বেদ জানিনা। প্রমাণ চাই…
— কী প্রমাণ?
— পাজামা ঢিলে করো।
পাজামা ঢিলে করল লোকটা। হঠাৎ শোরগোল শুরু হয়ে গেল— “মেরে ফেলো… মেরে ফেলো”
–থামো থামো। আমি… আমি তোমাদেরই লোক। ঈশ্বরের কসম করে বলছি আমি তোমাদেরই ভাই।
— তবে এটা আবার কী!
— যে এলাকা দিয়ে এসেছি তা আমাদের দুশমনদের ছিল। তাই বাধ্য হয়ে এমন করতে হল। শুধু… শুধুমাত্র প্রাণ বাঁচাতে। শুধু এই… এই একটা ভুল হয়ে গেল। বাকি সব ঠিক আছে।
— আচ্ছা। তবে ভুলটাকে খালাস করে দাও।
ভুলটাকে খালাস করা হল। সাথে ধর্মচাঁদও খালাস হয়ে গেল।
অনুবাদ – আশু চৌধুরী
অসাধারণ মান্টো।ছুরির ফলার মত তীক্ষ্ণ এবং দ্রুত আমূল বিঁধে যায় আমাদের লালিত আরামদায়ক চেতনায়।আমাদের ফালাফালা করে।আশু চৌধুরীর অনবদ্য অনুবাদে মনন শিহরিত লেখা পড়ে থমকে রইলাম অনেকক্ষণ।
অসাধারন। বললে কম বলা হয়। চমৎকৃত।