কোনো মৃত ব্যক্তি দেখলে
তার মুখে নিজের মুখ লেপ্টে যায়
পিলপিল করে পিঁপড়ে ওঠে
আমি নিজের চোখ খুলি
ঠোঁট ও চোখের পাতায়
আবিষ্কার করি ক্ষত
শুকনো ফুলের হাসি দেখতে পাই
মনে হয় শিশুর মুখ
নিজের মৃত মুখের পাশে
শিশুর মুখ হামাগুড়ি দেয়
আমাকে সে লক্ষ্য করে?
সেও কী আমাকে খোঁজে
তার নিজের মুখে?
আয়নার সামনে যায় না
মানুষের মুখ বড় ভয়ংকর
কি রকম নরক
আধুনিক মানুষের মনে
যা সে নিজেই তৈরি করে
নিজের খেয়ালে।
জানি, আমার মৃত্যুর পর
তুমি খুব খুশি হবে
এই আনন্দটুকু দিতে পেরে
আনন্দে মরতে যাই
মরতে গিয়ে তোমার সাথে দেখা
জীবনের পথ আমার মতো একা
গতরাতে মরতে গিয়ে ভয় পেলাম
যতবার মৃত্যুর সাথে দেখা করতে যাই
ততবারই সে হেসে ফেলে
আমাকে আনন্দে ভরিয়ে তোলে
হাসি খুবই কিউট ও হত্যাবিরোধী
সে রাগের অভিনয় করে
কিন্তু রাগও হার মানে
সে
আমার মৃত্যুর পর
তোমাকে অন্য কেউ ভালোবাসুক
তা আমি চায় না
আত্মহত্যার মুখ দেখে
তাই তোমার কাছে ফিরে এলাম
এর মানে এই নয়
আমি তোমাকে ভালোবাসি
আমি আসলে আত্ম বিক্রি করে ফেলেছি
হত্যা করতে গিয়ে তার বাঁধার মুখে পড়েছি
আমি নিজেকে যথেষ্ট হত্যা করে দেখি
আত্ম আসলে হত্যার যোগ্য নয়
সে জীবনে ও মরণে সমানভাবে
আমাকে ক্রয় করে নিয়েছে
আমি আত্মা বিক্রিত মাংসের মালিক
মানুষ তো মানুষের মাংস খায়
শুধু রান্না করার সাহস পায় না
কারণ আগুনে তা সিদ্ধ হবে না
তাছাড়া রক্ত ঝোল হিসেবে সুস্বাদু
মৃত্যুকে বমি করে এই অভিজ্ঞতা
আমাকে অর্জন করালে তুমি
নতুন জীবন ও মৃত্যুদান
সবাই করতে পারে না
এই কারণে তোমাকে আরেকবার
দেখতে ফিরে এলাম
হত্যার যাত্রা লোকাল
আত্মকে ইন্টারসিটিতে
সিট করে দিয়েছি
লাশ হওয়ার পর
সিটটা খালি হবে
তখন তুমি ওখানে
আয়েশ করে বসো
আমি জানালার বাইরে
দরোজার খিলানে
ফাঁসি হয়ে ঝুলবো
তুমি আনন্দে দুলবে
আমার মৃত্যুর পর
তুমি বুঝতে পারবে
জীবন আসলে কতটা সুন্দর?
কারণ আমার নাম
অসুন্দর
তোমার সময় নষ্ট
করার জন্য বেঁচে থাকা…
ছবি- সূরজ মোহান্ত