বহুদিন পর আপনাকে খুলে বসলাম, বিনয় মজুমদার।
কেমন আছেন? আশাকরি ভালো। নানা ঝামেলাফুল নিয়ে
দিনগুলি রাত হয়ে গেল। আশার কুহক নিয়ে
চলে গেলেন অনেক কবি। চলে গেলেন মঞ্জুগোপাল
যাকে রঞ্জু বলে লিখছিল এক খবরের কাগজ।
কবিদের করুন নিয়তি বুঝি এই।
সেই যে ঠাকুরনগরের মাঠে, বৃক্ষতলে বসে
হয়েছিল দীর্ঘ আড্ডা। মনে পড়ে খুব।
আমরা নিয়েছিলাম আপনার উপহার একটি কবিতা।
শাড়িপড়া জবাফুল। সর্বদা বছরভর ফোটে।
আকাশে প্রচুর তারা আপনাকে দাদা বলে ডাকে।
তারাদের দেখি, দূর থেকে আমরা তাদের দেখি।
একদিন রথ হয়ে জয় হয়ে চিরন্তন কাব্য হয়ে
আসবে মাটির পৃথিবীতে।
◾আমার শহর
আজও থোকা থোকা কৃষ্ণচূড়া
মনে হয় এই মুহূর্তে একটা ঝড় হবে।
শয়তানের ভক্তদের নিয়ে
এ শহর আজ মদমত্ত
দূরের আকাশে বাজে অর্কেস্ট্রার সুর
আরো দাও, আরো দাও…
ঝড় ঝাপটের ভয়ে
পুরবাসীদের দরজাজানলা সব বন্ধ৷
ছবি- সূরজ মোহান্ত