১.
এই ফুল ফুটেছে মাঠে
দিবাবসানের মুহূর্তে
ঝিলমিল করে ওঠে, পাখি
বাড়ি ফিরে আসার তাড়া
চঞ্চুকে করে তুলছে গৃহু অভিমুখী
ঘরে ফিরতে ফিরতে
ঘর হারারও মনে হয়
মাটির সানকিতে আজ চাঁদ উঠবে
২.
কার কাছে ফিরব?
এই প্রশ্ন যতদিন
ততদিন আমি তোমারই
প্রশ্নোত্তর পেরিয়ে শান্ত
ডলু নদীর জল
৩.
পাখি, ফিরছ তুমি
আমিও দেখছি একচক্ষু জল
তেষ্টা পাচ্ছে, ঘুমের মতন
দুপুর রোদের ভিতর
ডেকে উঠছে গৃহস্থের উঠোন
৪.
ডানা দুটি নামিয়ে রেখেছি
খর্জুর বৃক্ষের ছায়ায়
পথ কেবলই দূর-দুরন্ত
আমরা ভুলি জানি
সুপেয় বাতাস এলে
পিঁড়ি পেতে ভাত দিও!
রাজেশ শর্মা। জন্ম ১৯৯১। শিলচর, আসামের বাসিন্দা। শূন্য পরবর্তী সময়ের কবি।
Good poetry.
বেশ লাগল
দারুণ লাগল।